আমার মস্তিষ্কের বামে তিব্র জানজট।
অযাচিত ধিক্কারের আঘাতে,
রক্ত গুলো কালো জমাট বেঁধেছে।

খানিকটা ব্যাথায় আমি ক্লান্ত হয়ে যায়!
আসলেই আমি ক্লান্ত, অনেক ক্লান্ত।

তাই চুপ থাকা ঔষধটা নিয়মিত সেবন করছি!
ডাক্তার ছাড়া প্রেসক্রিপশন, কিছুটা নিরুপায়।

আমার মস্তিষ্কের বামে তিব্র জানজট,
কেউ একজন ক্রমাগত, হর্ণ দিচ্ছে পিছন থেকে!
তিব্র শব্দদূষণে রক্ত গুলো কালো জমাট বেঁধেছে।

কপাল হাতড়িয়ে দেখি, কিছুটা রক্ত চাপের ঘাম!
ভোরের শিশিরের মতো, অতোটা সুব্রো না।

নিস্তেজ শরীরে অদৃশ্য হাতের স্পর্শ!
আমি অচেতন হয়ে পড়লাম।

আমি ক্লান্ত, আসলেই আমি অনেক ক্লান্ত।


            উৎসর্গঃ  বহ্নি মেয়ে ( বহ্নিশা 🦋)