তোমার নিশ্বাস শুঁখে দেখার ইচ্ছা
এই বিষাদগ্রস্ত হৃদয়ের!
অতিমাত্রায় উঠানামা করছে
রক্তচাপ।
হাতের তালু ঘেমে পরছে,
তোমার উষ্ণতার আদ্রতায়।

ভিজা তাওয়ালে হাত মুছে
আবার শুরু করলাম নিশ্বাস নেওয়া‌।

তুমি চায়ের কাপে চুমুক দিতেই
শুরু হয়েছে বসন্তের ঝড়।

আর আমি পরিত্যাক্ত লিপিস্টিকের
খোসা ছাড়িয়ে অংকন করছি তোমার স্থির চিত্র।



   উৎসর্গ: প্রিয় জাম্বুরির সুহাসিনি