মধ্যরাতে সমুদ্রের গর্জন,
অনেক খানি কান্নার মতো!
নীরবে দাঁড়িয়ে কোনো অতৃপ্ত আত্মা,
আপন মনে কেঁদে যাচ্ছে
তার প্রিয় প্রলয়ের
অবহেলিত আকস্মিক বিয়োগে।
তাঁর কান্নার শব্দগুলো
পৈশাচিক আনন্দে
ছোট ছোট ঢেউ তুলে যাচ্ছে,
বস্ত্রহীন এলোমেলো গাঁই।
কান্নারত সমুদ্রের সজ্ঞী আজ,
আমি এক অবহেলিত নিশাচর!
সমুদ্রকে বলে দিলাম,
তোমার সুরের মূর্ছনায়
আজ কাঁদতে চাই অবিরত।

আমাদের কান্নার ভিন্নতা থাকলেও,
দুজনের ব্যথা একই।
অবহেলা কিংবা অযত্নে পাড়ি দেওয়া
দুটি অদ্ভুত প্রাণ।
মুহূর্তে থমকে থাকে সময়ের প্রস্থান।
আজকের রাত টা অনেক ভয়ংকর দীর্ঘ।
প্রতিটি সেকেন্ড যেন এক একটা ঘন্টা হয়ে
ঝরে যাচ্ছে অবিরত।
কন কনে শীতের রাতে
বৃষ্টি যেমন তোমার আঙ্গিনায় হানা দিয়ে
তোমাকে নিয়ে গেছে
উষ্ণতার খোঁজে কোনো আলিঙ্ঘনে।
তেমন করে আমাকে ঘিরে ধরেছে
পুরোনো ঝন্জাল মাখা
কালো বিষাক্ত অবহেলার পঁন্তি গুলো।
আমি দাঁড়িয়ে আছি ক্রন্দনরত
সমুদ্র আর পাহাড়ের মধ্য বিন্দুতে।।