এই অমানুষ তোর অন্তর এতো বিষন্ন কেন?
- মানুষ হওয়ার চেষ্টায় নিজেকে খোলশ বন্দী করে রাখার পরিণামে।
- আমি শান্ত কিছুটা বিষন্ন!
এই আকাশ তুই এতো মেঘলা কেন?
- কালবৈশাখী ঝড়ের বেগে আমার অস্তিত্বের সমস্ত শিরা-উপশিরায় রক্ত বায়ু বয়তেছে।
- তাই আমি মেঘলা!
আগামীর ভাবনা কি তোর?
- সমস্ত অপবাদ লাঞ্ছনা, গঞ্জনা আর অপমানের কক্ষপথ থেকে নিরবে প্রস্থান।