আমি দৃঢ়তায় মুগ্ধ, আমার অস্থিমজ্জায়,
আমার বিশ্বাসে একই টান!
কবিতা কবির অস্রু।

এতটা কাব্যিক হয়ে উঠিনি,
যতটা অস্রু ঝরে বর্ষার কলা পাতায়।
রূপান্তরের হাওয়া বইছে, শৈখিন রমনীর সর্বাঙ্গে!
আদিম উম্মাদনায় , লাল নীল কালো গুলো
বসন্ত উৎসবে নিজেকে ডেকে নিচ্ছে।

আমার মস্তিষ্কের পুরোটাই, সে হেঁটে বেড়ায়!
বাহারি রঙের শাড়ির আঁচল মাড়িয়ে।
অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছে,
আমার কার্যবিধির সমস্ত শরীরে।

আমি নিষিদ্ধ এক কবি!
কবিতা আমার অস্রু!




         বহ্নিশা 🦋