বৃত্তাকার এই ধরায় ক্রমাগত উড়ে চলা!
নিপীড়িত ডানা গুলো ক্রমশই ভেঙ্গে পড়া।
আজব গুজব আর কোলাহলের মাঝখানে, স্থির দাঁড়িয়ে আছি!
একরাশ হতাশার একলা পথিক, আমি কারো নই।
ডানা গুলো জোড়া লাগানোর অদ্ভুত চেষ্টায়, নিজেকে ব্যস্ত রাখি, পেখমের আঠায়।
যদি আবার উড়তে পারি, হাওয়ায় হাওয়ায়।
আপাত দৃষ্টিতে অদ্ভুত হাস্যকর ব্যাপার,দৃঢ়প্রতিজ্ঞ এক সংকল্প!
আমার বিধাতা ঠকাবেনা আমায়।
আমি নিরুপায়, বুদ্ধিহীন নিঃসঙ্গ!
সামাজিক দায়বদ্ধতা ও আমাকে দিচ্ছেনা ঠাঁই!
এই আমার একার লড়াই।
ভালোবাসি তোমায়, তোমার মায়ায়।
অনিশ্চিত ভবিষ্যতের যাত্রা আমার,লক্ষ্য আমার পরিপাটি।
এক আল্লাহর, সার্বভৌমত্বে একনিষ্ঠ বিশ্বাসী।
চাইছি তোমায় তার কাছে, কাউকে করিনা কুর্নিশ!
তিনি যদি দেন, সাধ্য কার
আমার উড়ন্ত ডানার ভাঙ্গার।
উৎসর্গ : প্রিয় সুহাসিনী (বহ্নিশা)