আমার রুহের সাথে মিশে আছে
তোমার আত্মার মায়া!
অনন্ত দিগন্তের নীল মেঘ গুলো দিচ্ছে তোমায় ছায়া।
নীল আসমান মেসিং শাড়ীর আঁচল আঙ্গুলে মোড়ানো!
এলোমেলো রঙিন কেশ,
চসমার গ্রিলে সূর্যের হাসি
গোধূলি আবির মাখা অন্তরে।
নিদারুণ ভালোবাসায় চেয়ে গেছে
ভোরের শিশির ভেজা র্তীণভূমি।
খোলা পায়ে কালো বেল্টের
নুপুর লাগিয়ে হেঁটে চলো অসিমের দিকে।
আর আমি অগ্রসর হয়
তোমার নিটোল পায়ের পদচিহ্নের পিছন পিছন।



উৎসর্গ: প্রিয় জাম্বুরির সুহাসিনি