নীল শাড়ি ছেড়ে তুমি পরেছো লাল কাফতান!
অগ্নি কন্যা রুপে আবির্ভূত তোমার খুনে আসমান।
কারবালার রঙে তোমার শরীরি নেশা!
লাল চুড়িদারে আর সেলোয়ারে তুমি বহ্নিশা।
রেশমী চুলের বাহারি ডঙে,
খুশবো চড়াই রাজকীয় গুলতান।
হরিণীর চোখে ডোরাকাটা রঙে,
আমার সালতানাতের রানী সুলতান।
গালের চিবুকে দরবারের যত কার্যবিধি,
তর্জনী কাঁপিয়ে দিয়ে যাও আদেশ!
মহল কাঁপিয়ে, দাঁফিয়ে বেড়াও স্বদেশ।
বিজলীর গতিতে ছুটে যায় যত উজির,নাজির!
মহারানী, বেগম সাহেবা আপনার খেদমতে হাজির।
উৎসর্গ: প্রিয় জাম্বুরীর সুহাসিনি