এক'শ একটা নীল পদ্ম এনে, যখন তোমার রক্ত জবা লাল শাড়ীর আঁচলে বেঁধে দিলাম!
আচমকা তোমার আত্মা বিষাক্ত হয়ে
পুরো শরীর নীল হয়ে গেলো।
সাপ্তাখানিক পরে পুরাতন ডায়রিটা উল্টিয়ে দেখি,
নীল শাড়ি আর নীল নেই!
কালবৈশাখী কোনো ঝড়ের কবলে পড়ে কালো হয়ে গেলো।
নিরূপায় আমি!
সর্বশান্ত হয়ে সে কালো শাড়ি কে সৃতির পাতায় নিয়ে নিলাম।
গত হওয়া বছরের যত সৃতি,
আবার যখন একটু আলীঙ্ঘন করতে
পুরাতন ডায়রিটা খুলে দেখলাম।
হঠাৎ দৃষ্টি গেলো সে কালো শাড়ির দিকে,
কালো শাড়িটা এখন আর কালো নাই!
নানা রকম রঙের সান্নিধ্যে এসে,
সে এখন বাসন্তী রঙের শাড়িতে টগবগে কবিতা।
বহ্নিশা 🦋