অকারণে দুঃখিত হওয়ার মতো, কোনো কারণ খুঁজে পাইনা! আমি
খামোকা অন্যের কাছে নিজের একান্ত বিষয়ের বাক্যালাপ অনুচিত।
সুযোগ সন্ধানীরা ওতপেতে থাকে ক্ষুধার্ত হায়েনার মতো।
কখন ছোবল মারার সুযোগ আসবে। আর তোমার রক্ত মাংসের অস্তিত্বে নীল রেখা এঁকে দিবে।

অকারণে দুঃখিত হওয়ার মতো, কোনো কারণ খুঁজে পাইনা! আমি
তোমার ইচ্ছাশক্তি যা চাই, মনপ্রাণ উজাড় করে নিজেকে ছেড়ে দাও সক্ষমতার শেষ বিন্দুতে।
বন্ধুত্ব,পরিবার,সমাজ আর সংসারের মিথ্যে অযুহাতে
নিজেকে হারিয়ে পেলোনা, মায়ার টানে।

অকারণে দুঃখিত হওয়ার মতো, কোনো কারণ খুঁজে পাইনা! আমি
একা থাকতে চাও? থাকো! নিজেকে নিজের মতো করে ভালোবাসো।
আপনকে উপলব্ধি করতে পারাও একটি শিল্প।
সমস্ত যান্ত্রিকার সাথে সম্পর্ক ছিন্ন করে, নিজের আভিজাত্য কে প্রাণ খুলে উপভোগ করো।

অকারণে দুঃখিত হওয়ার মতো, কোনো কারণ খুঁজে পাইনা! আমি
অতিরিক্ত ভালোবাসায় কেউ তোমাকে বিষিয়ে তুলছে,
ভালোবাসার টান অনুভব হচ্ছে তোমার অন্তর আত্মায়।
খানিকটা সময় তার জন্য রাখো,
ধারনা করি প্রত্যেক প্রেমিক ভালোবাসার জন্য
জলন্ত অগ্নিতে স্নান করতে পিছ পা হবেনা।

অভিযাত্রিক -২০২৪



উৎসর্গঃ  বিরহের জাম্বুরির প্রিয়তমা সন্ধ্যা মালতি প্রিয় সুহাসিনি।