আয়, আয় তোরা দেখে যা আমার দেশের মাটিকে,
সবুজে ঘেরা,ফুলে ভরা, সোনালী আঁশের দেশকে।
ভোরের ঐই কুয়াশার বুকে সূর্য যখন আসে,
আমার দেশের পাখিগুলো আল্লাহু আকবার বলে হাসে।
সকাল বেলার মিষ্টি রোদ গায়ে আমার যবে লাগে,
প্রাণটা আমার শীতল হয়, কত যে ভালো লাগে।
দক্ষিণা বাতাসের জাদুর খবর জানতিস যদি তুই,
বলবি তখন এমন শান্তির দেশটি আবার কই?
দুপুরের ঐই উচ্ছ্বাস আভায় ফসল যখন হয় সোনালী,
দূরে থেকে বলিতে হায়! হতাম যদি আমি বাঙালী।
ঝর্ণা, নদী, পাহাড়, সমুদ্র, সুন্দরবন আর মিষ্টি পানি,
দেখে আমার প্রাণ জুড়ায়, দূর হয়ে যায় সকল গ্লানি।
বিকেল বেলায় আমার দেশে সূর্য যখন যায় হেলে,
আমার দেশের সোনার ছেলেরা মাঠে, প্রান্তে ছুটে-খেলে।
ফড়িং, পাখি দিগদিগন্তে ছুটে আবার যায় ঘরে,
মুআজ্জিনের আজান শুনে ছেলেরা নামাজ শেষে যায় ফিরে।
সন্ধ্যা রাতে তারকা আর চাঁদের আলো লাগে মোর বেশ ভালো,
ঝিঝি পোকার মিটমিট আলো কেটে দেয় সন্ধ্যা অমাবস্যার কালো।
কৃষক তার লাঙ্গল-গরু নিয়ে আপন নীড়ে চলে,
চলার পথের সুখ দুখের কত যে গান বলে।