"বৃষ্টির দিনে"
-মুরশিদ আলম

'বৃষ্টির দিনে নগ্ন গায়ে ভিজতে চাই
মেঘের ফোটায় শিক্ত হয়ে হাঁটতে চাই
শিশির ভেজা ছোঁয়া হাতে আঁকব স্বপ্ন
ঘুরব একা মাঝে মাঝে ছায়া ছন্ন'

'জোছনার আলোয় আলোকিত
মেঘের ডাকে আমি শিহরিত
উষ্ণ দেহের তপ্ত আভাস
যাবে চলে করে-ই ফাটাস
দক্ষিণ হাওয়ায় ঠান্ডা বায়ু
হিমেল জাদুর মিষ্টি মায়ু
মনের সুখে মনের মাঝে
গীত গীতালির ছন্দ বাজে'

'বৃষ্টির দিনে টিনের চালে কী যে মজা!
হাতে আবার থাকে যদি মটমট ভাজা!
স্বপ্নে বিভোর থাকব আমি দূর সীমানা
বইয়ের পাতা উল্টে শিখব কত অজানা'

'আঁধার রাতের ঘনো কালো
গায়েব করে বিজলীর আলো
ঝিঝি পোকার মিটমিট বাতি
অমাবস্যার ঘ্যানঘ্যান সাথী
হঠাৎ যদি রোদের মাঝে বৃষ্টি
বিয়ে নামের কত গল্পের সৃষ্টি
ঝড়তুফানে আম বাগানে
এসে হাজির মনের টানে'