গুটি কয়েক শ্বাস ফেলে,
পৃথিবীতে চলে চলে এই তো জীবন,
প্রাণটুকু উড়ে গেলে, নিথর দেহ
পড়ে রবে এই তো মরণ।

হাসি-খুশি, রংতামাশা পৃথিবীতে ফেলে যাব যখন,
মায়ার জগৎ, বসত-বাড়ি, মালসব ছেড়ে যাব তখন।


শত স্মৃতি, কত মায়া,কত প্রেম,
কত আর ভেজা নয়ন,
ভালোবাসা, ভালোলাগা, স্মৃতি পাতা,
সবই শুধু আঁধার ভুবন।

নিশ্বাসে বিশ্বাসে, পথে পথে, ধারে ধারে
নিজের মত চলন,
অনাহারে, অকাতরে, হাসিমুখে কখনো
আবার দুঃখ বরণ।


জীবনের এই চলার পথে
কত মানুষ আসে যায়, হায় অবাক বন্ধন!
জীবনের এই গতিবিধি চলে থামে,
নিভে জ্বলে মোমবাতির মতন।