মনের সুখ -ই আসল সুখ,
এই হোক পণ।
সুখ- শান্তি পাইনা কেহ,
অর্জন করে ধন।
নিজের সুখ পেতে হলে,
অন্যের দুঃখ শোন।
অন্যের ভালো করতে পারলে,
ফুরফুর থাকে মন।
জগত জুড়ে সকল মানুষ,
সবাই তোমার স্বজন।
স্নেহ- শ্রদ্ধা করতে পারলে,
তোমাকে করবে বরণ।
সৎকাজে করবে আদেশ,
অসৎ কাজে বারণ।
নম্র-ভদ্র চলবে তুমি-
অহংকারে মরণ।