মেঘের খন্ড ছায়ায় মন দিখন্ডিত হয়,
মেঘের খন্ড ছায়ায় আকাশ বিস্তৃতি হয়।
মেঘের জল রশ্মি দিগন্তে ছুটে যায়।

ও তোর স্বপ্নের কথা আকাশ কে বলে দেখ,
মন খারাপের গল্পগুলো তাকে শুনিয়ে দেখ।
মেঘের হিমেল হাওয়া তবে মন ছুঁয়ে যায়।

বন্ধ দুয়ার খুলে তুমি আকাশ প্রতি তাকাও,
নীলিমার ঐই শুভ্র আভায় মনটা ভরে নাও।
একলা রঙিন ঘুড়ি যেথায় উড়াল দিয়ে যায়।

মনের কথা উজাড় করে শান্ত হয়ে বল,
একলা পথের সাথী তবে আকাশ নিয়ে চল।
সুখে দুখে আকাশ-মেঘের দেখা পাওয়া যায়।


প্রকাশকাল: জুন (২০২২)