"যতই লিখি ছন্দ কথা"
-মুরশিদ আলম
তোমার নামে সূর্য আসে তোমার নামে যায়
তোমার প্রেমে অকাল শিশু হেঁসে খেলে গায়
তোমার নামে বাতাস আসে তোমার কথায় বয়
তোমার নামে জোছনা ছড়ে তোমার প্রেমে রয়
মন মাতানো ফুলের সুবাস তোমার ঘ্রাণ বলে
কুল হারানো ঢেউয়ের সাগর তোমার তরে দোলে
আকাশ সম পাহাড়্গুলো ঝর্ণা সচল বহে
সবুজ সতেজ গাছগাছালি আছে তোমার কোলে
রঙবেরঙের প্রজাপতি উড়ে তোমার সীমায়
পাখপাখালি সুরে সুরে তোমার যিকর শুনায়
লৌহ-কলম, কুরসি-আরশ তোমার প্রেমে গাঁথা
গুনগান তব শেষ হবেনা যতই লিখি ছন্দ কথা