"খুশির ঈদ"
-মুরশিদ আলম

বছর ঘুরে হাজির হয়
মহা খুশির দিন।
আয়রে কিশোর, আয়রে তরুণ
বাজাব খুশির বীণ।
ধনী, গরীব তফাৎ ছেড়ে
বলব আজই মনের কথা।
গন্ডদ্বয়ের অশ্রু মুছে
ভুলব আজই সকল ব্যথা।

ঈদের দিনের শপথ হবে
দিব অন্ন অনাহারীরর মুখে।
চলব সদা খোদার পথে
থাকব পাশে দুঃখীরর দুখে।
আমার তোমার হর্ষধ্বনি
হবে তা খোদার বাণী।
সারা গাঁয়ে উঠবে বেজে
ঈদের সেই তাকবীর ধ্বনি।

মিষ্টি, পায়েস,সেমাই খেয়ে
পড়ব নামাজ ঈদগাহে গিয়ে।
প্রতিবেশীর ধারে গিয়ে
সুখ বিলাব মহব্বত দিয়ে।
শত্রু- মৈত্রী ভুলে গিয়ে
থাকব পাশে সালাম দিয়ে।
নতুন জীবন সাজাব গিয়ে
ঈদের দিনের শপথ নিয়ে।