ও মা তোর সবুজ ছায়ার কী যে মধু,
পাহাড়, সাগর, ঝর্ণা শুধু।
ও মা তোর পাকা ধানে কী যে জাদু,
যেন রঙিন ঘরের হলুদ বধু।
ও মা তোর ফসল ভরা মাঠের মায়া,
চেয়ে দেখি কাছে যাইয়া।
ও মা তোর সবুজ শ্যামল মাটির গাঁইয়া
সুখের কথা আমি পাইয়া।
ও মা তোর নদীর পানি মিঠে জল,
গাছের সারি কী যে শ্যামল।
ও মা তোর পথের ধুলি ঝলমল,
কিচিরমিচির পশু-পাখির চলাচল।