বৃষ্টি পড়ে আমার মাথায়
টুপুর টুপুর যেথায় সেথায়
ঝিম ঝিম বৃষ্টির শব্দ
লাগে যেন ফোটার ছন্দ

ভাসিয়ে গা, তুই ভিজে যা
জানালা খুলে কি'বা দেখে যা
সুর করে সব তোর মনের কথা
উজাড় কর কি'বা সকল ব্যথা

উড়ে যাওয়া মেঘ হঠাৎ পানি
দূর করে যায় আমার গ্লানি
রাস্তা ঘাট তো পানি ভেজা
খই-কড়ি তাই খেতে মজা


রচনা: [বিকেল ৪টা] ২০মে,২০২২, নাখালপাড়া, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা