"আজব স্বপ্ন"
---মুরশিদ আলম
'আমি উড়ে উড়ে দেখব রঙিন পৃথিবী
আমি হেঁসে খেলে বাঁচব আঁকব ছবি
আকাশের দিগন্ত, পৃথিবীর আনন্দ
মুছে ফেলে যাক সব বিরহ বেদনান্দ'
'দুঃখীদের যাতনা মুছে আমি থামবনা
কান্নার নদীগুলো জ্বেলে আমি ছাড়বনা
শুভ্রতা ছেঁয়ে দিব প্রতিটি মনে
ভালোবাসা এনে দিব প্রতিটি প্রাণে'
'ভেদাভেদ ভেঙে দিয়ে গড়ব একতা
রংধনুর রঙে রঙে মাপব সততা
ধনী-গরীব, সাদাকালো দূর হোক মলিনতা
ন্যায়নীতির জাঁতাকলে জিতাব স্বাধীনতা'
'অভাবের চিহ্নটুকু ভুলিয়ে দিব দুনিয়ায়
প্রাচুর্যের সবটুকু ঢেলে দিব মানবতায়
দুঃখ নামে কোন কিছু থাকবেনা জীবনে
সুখে সুখে জীবন আমার কাটাব ভুবনে'