মহান ও মোর জন্মভূমি,
জাত ভেদাভেদ চাওনা তুমি।
ভেঙে ফেলছে তোমার শিকল,
আজ দেশেতে এই কোলাহল।

খুঁড়লো জঙ্গী যেদিন,বীর সেনাদের শবো,
শোকাহত দেশবাসী বদলাতো নেবো...
এয়ারস্ট্রাইক,জঙ্গী দমন,খুশি হলো সবে,
হঠাৎ বুঝি জাতের খেলা,হচ্ছে এই ভবে।
রক্তেমাখা সেনার মুখ,হতো না ওই দিন,
গ্রাহ্যহীনতা এই দূর্বলতা,মলে বাজে বীন।
ওসব নাকি ভাঁওতাবাজি,বিরোধীরা কয়,
বালাকোট ঘুরে নিলো প্রমান তো নাই।
না না মরেছে একটা কাক,
ফাঁকা মাঠে মিরাজ ২০০০ এর ডাক।
সত্যি যদি এটা হয়,
সরকার কি কয়?
ওটা কি জনগন ভোলানো গীতি?
সেনা নিয়েও রাজনীতি।
ভোটের স্বার্থে এসব কিছু,
জাত টেনে মাতার মাথা নিচু।
উঠছে আওয়াজ মুখে মুখে,
আঘাত হানে সবার বুকে।
কূটনীতির এই খেলাঘর,
বিঁধছে মনে,করছে পর।
ভোট ভাগের এই দারুন ছক।
আসছে আওয়াজ একে এক।

ভেবে দেখুন তো সবে,
জাত ভেদে কি হবে?
আমরা নাকি ভাই ভাই?
ইতিহাস কি মনে নাই?
ছিলাম সবে সবার বুকে,
পাশে ছিলাম ভাইয়ের দুঃখে।
গর্বিত তাই মনে মনে,
ভালোবাসার ঘর এই হিন্দুস্থানে।
ওদের খেলা খেলছে ওরা,
জনগন আমরা সবার সেরা।
যদি জাতভেদে তে মারে ছুরি,
আমরাও ওদের কাটবো ভুরি।
দেশের শ্রদ্ধা রাখবো মাথায়,
স্বার্থপর দের বদল চাই।  
থাকতে চাই আমরা সুখে,
সবাই সবার বুকে বুকে।



আমাদের দেশে বর্তমানে এই পরিস্থিতি ফুটে উঠেছে,জাত ভেদাভেদ।