উঠলো রবি, জ্ঞানের ছবি-
আসেখ হলো বোশেখ তবই।
জোঁড়াসাকোয় আলো আসে,
ঠাকুরেরা তাই সবাই হাসে।
বদলেছো রং সব সময়,
এত রঙিণ ফুলেরা নয়।
তোমার তাপে তোমার সাফে,
আঁট লেগেছে খাপে খাপে ।
রস বদ্ধ জীবন গোড়া,
মন ভরিয়েছো সবার সেরা।
পাল্টেছো সব মনের ধারা,
সুধরেছে ভুল আজ মন্দরা।
ছন্দের টানে মানে এনে,
চক্ষু খুললো জগৎ জনে,
ছিনিয়েছো যে সব পুরস্কার,
তোমার সাথে তুলনা কার।
আছো তুমি সবার শিরে,
রাখে তোমাই স্বর্গ ঘিরে।