উগ্র হও,হে... জনগন,
এবার হবে জঙ্গী দমন।
ভেবে তো গেলে সারাজীবন,
বাঁচার ইচ্ছাও আছে এখন।
চুপ করে আর কতদিন,
গুনবে সেনার ওই রক্ত-ঋন।
তোমাকেই বাঁচাতেই জীবন দান,
সহ্য করেছে হাজারও বান।
উগ্র হও,হে... জনগন,
এবার হবে জঙ্গী দমন।
সংসার-ধর্ম আছে সবে,
দেশের কথা বেশি ভাবে।
কষ্ট সবই চেপে বুকে,
ঝাপিয়ে থাকে শত্রু দিকে।
আমরা কেনো একা জনে,
শুনতে থাকবো শুধু কানে।
শক্ত করো নিজের মন,
এক সাথে,একা নন।
উগ্র হও,হে...জনগন,
এবার হবে জঙ্গী দমন।
তর্ক-ঝগরা কেনো নেট দুনিয়াই?
ভারতীয় কী আমরা নয়?
গর্জে উঠতে হবেই হবে,
তবেই ওরা সরে যাবে।
ভাবছেন কি... করার কিছু নাই?
সরকার করবে কাজ,
আমরা তার সাজ।
বন্দুক,বোমাবাজি,
কাশ্মিরে রোজই।
গোয়েন্দারা...করেন কি?
সন্দেহের যদি মিলে সন্ধান,
কারাগারে কেটে লবন মেশান।
উগ্র হও,হে...জনগন,
এবার হবে জঙ্গী দমন।
স্বাধীনতা দিন সঙ্গীহারা সেনাদের,
এগিয়ে যাক,যাক দিকে ওদের।
ক্ষমতা দেখাবে তো!আরে দেখাও জোরদার,
ভাঙতেই হবে ওই সন্ত্রাসের আঁতুরঘর।