খাঁচায়!
অনেক অাগের কথা,
সেদিন বন্দী ছিলাম।
অাজ ইচ্ছায়...।

অামার খাঁচায় নেইকো চাবি
অামি চাইলে উড়তে পারি,
অাকাশের সাথে প্রেম,নদীনালা পাহাড় ছারি।
অামিতো বন্দী নয়,
প্রাণঘাতীর বড় ভয়।
বাইরে ওই শিকারী।
অামি খাঁচায়।
চারিদিকে খুঁজবে অামায়,খুঁজবে সে খুঁজবে,
পাবেনাকো অামায়,
ফিরতে তারে হবে।
অামি করবো জয়
অামি নিশ্চয়।
অামি অামার
অামি স্বাধীন।