এই ভুবন সেজে গেছে রঙে রঙিণ সুরে,
সব ভুলে কোলাহলে আজে রয়ে দূরে।
প্রজাপতি দেখি রোজই ভালো ফুলে বসে,
মৌমাছি গান গায় মধু বনেই এসে।
স্বার্থ ছাড়া কেউ কারা পাত্তা নাহি দেয়,
তুমি বোকা খাবে ছ্যাঁকা তোমার সরলতাই।
খেলার মাঠে গাঁটে গিটে সবেই খেলোয়াড়,
চোখে মুখে তাকিয়ে দেখে,করো না বিচার...।
নাট্যমঞ্চে এসে করো,কিসের তুমি ভয়?
জানা আছে এই কাজে,হবেই অভিনয়।
ভাবার কিছু সবই পিছু ফেলে আগি যাও,
চেষ্টায় মিলে তেষ্টায় বড়ো অভিনেতা হও।
বাঁধা কত আসবে ক্ষত,তুমি হও স্থির,
নজর কারবে সবার,তুমিই হবে বীর।
সফলরা আজ করছে রাজ,অভিনয় করে,
তোমার তাপে জ্বলবে সবে,আলো হবে ঘরে।