বিন্দু ঘামের রামধনু নিয়ে
সারিতে সীমাবদ্ধ হয়ে আমার ধৈর্যহরন
তাড়াতাড়ি ফিরে এস কাজ হয়ে গেলে
ঘর থেকে বেড়োনোর সময় বললে
সারি ভেঙ্গে ইচ্ছে হয় করি পলায়ন
ফিরে যাব হাজার দুয়েক মুহূর্তের খাতিরে
হাজার ঢেউয়ের উসকানিতে ভেজা ঘর
তোমার ম্লান মুখে ভয়ের ভক্তিকথা
আটপৌঢ়ে শাড়ির ভাজে অযথা
লুকিয়ে আঁকা সংসারের পরিসর
সময় লাগবে, তুমি চান করে খেয়ে নিও
আমার আগে লাইনে দাড়িয়ে আছেন খদ্দর
উনি সমাজের মান্য, ময়পুরীর প্রবক্তা
আমাদের বনবাসে পুড়িয়ে মারার স্বত্তা
দিয়েছি ওনাকে, আমরা সারিবদ্ধ ফক্কর....