জাল ফেলেছি রূপোয় জড়ানো,
পানসে দিঘী জলে নাকি মৎসকন্যার বাস,
রূপোলী আঁশের আস্ফালন বৈকুন্ঠবাসীর,
দেহে পেশীর টানে প্রলয়ের জোয়ার
এক মুঠো লক্ষীর খুব দরকার
তাই মুখ খিঁচিয়ে টানি জালের প্রাচীর ।
দিঘীপারে কালো মেয়েটা উবু হয়ে বসা,
বাসনে ছাইয়ের অবজ্ঞা জড়াতে ব্যস্ত,
মসৃন উরু আর ধোয়া বাসনে গোধূলি মোড়ক;
ছ্যাঁৎ করে ওঠে মন, কি উঠবে জালে
কি আছে ওই রূপোর অন্তরালে
পড়ন্ত বেলায় জাল তোলা সত্যিই বিপজ্জনক..।