আজ এই লাবন্যে কলমধারী
আমি চীরধারী পান্ডব
চাই খাগের কলম ধরে হাতে
দেখাই তান্ডব
তুমি স্বরস্বতীর বীণা
মহাদেবের ধূতরো
তুমি ভাঙের নেশায় সর্বহারা
বাঁকা চাঁদের টুকরো
গলায় তোমার সর্পের খল
নাকি প্রেমের সরীসৃপ
তুমি রবে প্রাণের সখা
অর্বাচীনের অধীপ
বলনা দুটো কথা
জানালা হয়ে খুলে
বল না হয় ব্যর্থ কোকিল
কাকের বাসা ভুলে
আমি কিন্তু ষড়যন্ত্রী
যান্ত্রিক আর তান্ত্রিক
আর অঘোরি হয়ে ঘুরি আমি
তোমায় গুনি একাধিক
দেখুক জল, আকাশ , মাটি
কথা হোক কাশের বন
শিরিষ আর শ্যাওলা পড়ুক
তোমার কথা দিয়ে মন....