পরিশ্রমের সিকিটা জলে ফেলে দিলাম
খড়কুটো কালবৈশাখীর বিবাগী সমীকরনে
এক টুকরো মনের গহনে
হারিয়ে ফেললাম ঘাম তর্জনীতে মোছা
জিতবই, এই বাজি ধরেছি আবছা
মন তাই কর্মবিমুখতার গোলাম
রেলের দরজায় দাড়িয়ে তখন জলো হাওয়া
হু হু করে রূদ্ধশ্বাসে গল্প বলে
মরচে পড়া সেতুর মধ্যে গেল মিলে
পেড়িয়ে গেলাম জলো হাওয়ার সাজঘর
আশা কেনা বেচার আড়ম্বর
আর আমার রিক্তশ্রমের দাম চাওয়া.....