ফাগুন মনে আগুন লাগে,
সময়টা আমাকে ডেকে চলে।
মনটা আমরা ফুরফুরে,
হয়ে যায় পাগল করে।
এই তো আর কটা দিন বাকি!
ফিরবে আবার ফাগুন ছোঁয়াতে।
পার করিলাম আমার জীবন,
২৭ বছর ফাগুনের মাঝে।
মৃদু বাতাস কানে কানে,
ডেকে চলে বহুদূরে।
হাজার রকম ফুলের সুবাস,
ভেসে আসছে মনে মনে।
২৩:০৪:২২
ঝিঁঝিঁ পোকারা আলোর মাঝে,
পথ চলেছি অদূর-দূরে।
তোমাকে আমি পাব বলে,
পাখির ভেলায় পারি দিয়ে।
এই তো আর কটা দিন বাকি,
আসবে তুমি কাল বৈশাখী।
এলোমেলো করে হৃদয়,
উজার করে বৃষ্টি স্নান।
কোকিলের সুরে ভেসে যাবো,
হারিয়েছি যেথায় তোমায়।
তুমি চেনা পথের মাঝে,
তবু কেন এতো অচেনা হলে?
ভুল গুলো কি ফুল করা যায় না?
আবার কি নতুন করে ঘর বাঁধা যায় না?
আমি যে তোমার প্রেমের কাঙ্গাল।
আমি যে তোমার ভালোবাসা।
আমি যে তুমি ছাড়া মূল্যহীন।
আমি যে তুমি ছাড়া তুমিহীন।
তুমি ছাড়া আমি আঁধার-আলো।
তুমি ছাড়া আমি ক্লান্ত-সবল।
তুমি ছাড়া আমি পথিক-পবন।
সারা দিনের ক্লান্তি আমার #মূর্খ্য_মস্তিষ্ক
তোমার অপেক্ষায়-হে বন্ধু প্রিয়।
লেখকঃ মূর্খ্য পাগল
তাং ০১:০১:২২ ও ২৩:০৪:২২