বিষের ধ্যানে পাগল মনে,
ছুটে চলি ভোমর রূপে।
নিজের বিষে আমার মরন,
ফুলের মধু বিষ পানে।।।
দিক-বিদিক পাগল হয়ে,
বিষের নেশায় মাতাল রূপে।।
হারায়ে যাই আকাশ পানে,,
ঘৃণার মাঝে সুভাস খুঁজে।।।
চেনা কোন পথের মাঝে,
পাপড়ি জোড়া কাটা বেধে।।।
হারায়ে ফেলি বিষের জ্বালায়,
ক্লান্ত শরীর নিথর বেলায়।।।
#মূর্খ্য_মস্তিষ্ক
গভীর ধ্যানে,গভীর বাসনা
গভীর কিছু দেখার আশায়!
কাটা বেধে অদৃশ্য ভাবে
মধুর মাঝে ডুবে মরে।।।।।।
লেখকঃ মূর্খ্য পাগল
তাং২৭/১০/২০২১