★চাঁদ মামা★
সেই কত অচেনা,
কত চেনার মাঝে হারিয়ে যায়"মধু মাখা শৈশব,
তোমার আদরে আগলে রাখা!
তুমি আমার চাঁদ মামা"আজ কোথায় হারালে;
সেই অচেনা মেঠো পথ,
এক সাথে কত পথ পারি জমা!
হারাতে চেয়েও পারিনী তোমায়,
আমার চোখে হারানো খেলা!
আজ একাই চলি,চেনা পথেই অচেনা;
তোমার দেখা পাই না তো আর;
যৌবনের মাতাল খেলা!
আমি একা ও চাঁদ মামা-আমি একা
কাজলা দিদি হারিয়ে,
কথার মাঝে আজ বোবা হয়েছে!
বাঁশ বাগানে জোনাক পোঁকা,
আধাঁরের মাঝে হারিয়েছে!
বড্ড বেশি পর হয়েছে;
প্রতি রাতে আর ঘুম না পারিয়ে;
আজ কোথায় হারালে চাঁদ মামা:
একা হয়েছি আজ তোমায় ছাড়া!
লেখকঃ মূর্খ্য পাগল
তাং ২৬:০৭:২৩