সন্ধাবাতি জ্বালায় আমি,
রূপের মাঝে আঁধার হয়।
পূজা দিবো ভক্তি দিবো,
কোন দেবতার চরন কই।
বীজ থেকে কলি ফুলে রুপান্তর,
তেমন করে দয়াল আমি,
অহংকারের পাথড়।
মাটি থেকে তৈরি আমি"
রুপের বাতি কয়"
তোমার কিলা বোঝা যে দায়"
সৃষ্টির সেবা কই"
লেখক মূর্খ পাগল
তাং ০৩:১০:২২