আর কত দিন প্রাইভেট কারের ধূলো জমবে আমার চুলে
পুঁজিবাদীর নোংরামী থাকব বেজায় ভুলে
পরের টাকা পাদানীতে বসে চালায় বিশ্ব সংসার
বিষ্ণু হাসেন ঠোট ফাটা হাসি দৈবহীন এক কারবার
চারদিক সার
নেই
সময়
ঘনালো ভাঙার
ভিখের থালায় পড়বে কবে একটি কয়েন একতার ৷