কষ্টের আলমারির তাকে গতকালও ছিল কেউ ৷

অথচ আজ আর কেউ নেই , নেই শার্ট , শাড়ি কিংবা ফিনফিনে কামিজ ৷

কালি নেই ঝর্ণা কলমের শিষে ৷

আর প্রেম সে তো নির্বাসিত মথুরায় ৷

মসৃণ ত্বক যেন সুদৃশ্য
মরুভূমি ৷
মরীচিকা ভ্রান্তির প্রাসাদের উন্মুক্ত দ্বার , আলতো আবরণ প্রেমের পক্ষাঘাত ৷

বৃক্ষের তলে নির্ঘুম ঈশ্বরী বিবস্ত্র ৷

প্রজার ঘরে নবান্ন ,
রাজার ফুলেল পুষ্পসজ্জা ৷

ঈশ্বর মৃদু হাসেন ৷

বাতি নিভে গেল ৷

শ্বেত পাথরও কি নির্মম কালো প্রতিভাত হয়ে থাকে ৷

পিকাসোর এখন দুশ্চিন্তার পালা ৷

জানালার শিকে কিশোরীর দৃষ্টি থেকেও বৃষ্টি পড়ে না ৷
জল পড়ে নোনা জল ৷

মনুষ্য দেহের অবশ্য কিছু নোনতা স্বাদ বিরাম আনলে জীবন অবসাদে ঢাকে ,
দূরত্ব রেখে কিশোরীও যুবাতে পাকে ৷