অনায়াসে বলা যায় অনেকটাই
নির্দ্বিধায়
ছেলেটা মাদকাসক্ত ,
ভুলে গেছে আজ সুশীল সমাজ
সুনীতিচরিত রুদ্র তাজ
বখাটের শিরায় মনুষ্য রক্ত ৷
হৃদ চক্ষে না দেখে ;
অপবাদ করে আবাদ
সুশীল সমাজ গোষ্ঠী ,
মাদক দুয়ার উন্মোচন রেখে
কালো ধনে
আতর মেখে
সুনীতির জামাই ষষ্ঠী ৷
নগ্ন মনের মগ্ন মানব
কালো টাকার ভালো দানব
সমাজ করছে নিয়ন্ত্রন ,
মাদক দ্রব্যের কে দেয় পুঁজি
সমাজপতির পা চেটে খুঁজি ,
তারুন্যের রক্তে প্রতি ওয়াক্তে
মাদকেরা করে রোমন্থন ৷
ওরে তরুন ,ওরে অরুন , যাচ্ছে বেলা
বয়ে ,
থাকিস না চুপ বিভৎস রূপ
দিচ্ছে তোরে
ক্ষয়ে ৷