মায়ের আঁচলে মিতব্যয়িতার ঘ্রান ,
মায়ের কপালে সধবার আঁকা প্রান ৷
মা গো !
আমার মা !
কলস কাখে মেঠোপথে আছ কি তুমি দাড়িয়ে ?
ঐ পথে কেন চেয়ে আছো , মা !
যায়নি তো আমি হারিয়ে ?
মিছে কেন ভয় পাও , মা !
এই তো আমি শহরে ,
বেশ করছি পড়াশোনা ,
বাড়ছি দেহ বহরে ৷
মাঘের শেষেই ফিরব বাড়ী
চিন্তা করো না'ক ,
আশীর্বাদ করো বেশী বেশী
নিশ্চিন্তে একটু থাক ৷
বাড়ী এলে মাগো আমার ,
খাবো ভাঁপা পিঠা ,
চালের গুড়া কম দিও , মা !
বেশি দিও মিঠা ৷