আবিকল তোমার মতো
আমি তোমাকে দেখেছি কতোবার ।
ঠিক যেন আস্ত একটা তুমি ;
ঠিক যেন – ঝিলের জলে তোমার প্রতিকৃতি ।

কড়েয়া রোডের ফুটপাথ ধ’রে  
যে কিশোরীকে হেঁটে যেতে দেখেছি –
দিনের ব্যস্ততা কে তুড়ি মেরে
ফিরছিল সে হস্টেলে ।
-সে বহুকাল আগের কথা ।
সে ছিল তোমারই মতো।।

রূপকথার ভাসা ভাসা গল্পে  যার কথা শুনেছি
যে কথা কাউকে ব’লা হয়নি-
একদিন  সে মুচকি হেঁসেছিল
ঠিক তোমার মতোন ক’রে ।

ভোররাতের স্বপ্নে খিলখিলিয়ে হেঁসে
এক তরুণী ঘুম ভাঙিয়েছিল।
নিশ্চিত, তাকে দেখলে তুমিও
তুমি ভেবেই ভুল করতে !


বেলাশেষের পথিকের মতো
গোধূলির মরীচিকা দেখে দেখে  
রূপের বিভোরে- আমি ক্লান্ত।  

আমি তোমার তুমিকে
তোমার মতো ক’রে দেখতে চাই।
আভরণ আর আবরণহীন
ভোরের ‘পুটুশ’ ফুলের মতো-

যারা প্রেমের অমৃত খোঁজে
ভাগ্যবান কিছু মানুষ
পেলে ও পেয়ে যেতে পারে !
তুমি তাঁদের সবটা দিয়ে দিও – ইচ্ছে হ’লে।
শুধু , তোমার ভাগের গরলটুকু
আমার জন্য তুলে রেখো।
আমি অমর হতে চাই,
আমি অমর হয়ে যাবো।।