তুমি যদি কবি হতে,
আমায় নিয়ে লিখতে কবিতা।
ছন্দের মেলবন্ধনে
লিখতে তোমার মনের কথা।
তুমি যদি আকাশ হতে,
এক বুক ভালোবাসা নিয়ে
আগলে রাখতে তোমার বুকে।
আমার বিরহে অশ্রুকণা
বৃষ্টি হয়ে ঝরাতে।
তবে কি খুব ক্ষতি হয়ে যেতো?
তুমি যদি পাখি হতে,
মন খারাপে হাজির হতে।
ডানায় ভর করে উড়ে এসে
প্রেমের চিঠি পৌঁছে দিতে।
তুমি যদি নদী হতে,
আগলে নিতে এক স্নিগ্ধ আবেশে।
শীতল শিহরণে কিশোরী মনে
খুব করে বয়ে যেতে।
তবে কি খুব ক্ষতি হয়ে যেতো?
তুমি যদি গায়ক হতে,
গাইতে গান সুরে সুরে।
আমায় নিয়ে কইতে কথা
প্রতিটি চরণে চরণে।
তুমি যদি লেখক হতে,
উপন্যাসের পাতায় পাতায়
প্রতিটি কথায় কথায়
খুঁজতে আমাকে।
তবে কি খুব ক্ষতি হয়ে যেতো?
তুমি যদি প্রদীপ হতে,
গভীর রাতে একলা আঁধারে
নিবুনিবু আলোতে
এক রমনীর সঙ্গে হতে।
তুমি যদি বৃষ্টি হতে,
অধর যুগলে মেঘলা দুপুরে
আলতো করে ছুঁয়ে যেতে।
তবে কি খুব বেশিই ক্ষতি হয়ে যেতো?