অনেক তো হলো,
এবার থামাও তোমার
লম্বা কালো হাত।
অনেক তো হলো,
আর কোরো না আমার
ভাইদের আঘাত।
আর কত রক্ত ঝরালে,
আর কত প্রাণ গেলে,
আর কত জীবন নিলে
মিটবে তোমার সাধ?
ঐ স্বৈরাচারী সরকার
এবার নিপাত যাক!
আমার ভাইয়েরা আন্দোলনে নামল
ওরা বলল, অপশক্তির হাত।
আমার ভাইয়েরা চাইলো অধিকার,
ওরা বানিয়ে দিল রাজাকার।
চুপ কেন আজ?
লজ্জা কিসে
চাইতে নারীর অধিকার?
বোনদের করল রক্তাক্ত,
ভেঙে গুড়িয়ে দিল হাত,
এই তবে তোমাদের
তথাকথিত 'নারী অধিকার'?
সোনার বাংলা রণক্ষেত্র বানালো,
অধিকার ওদের কে দিল?
সরকারের মুখে কেন তালা ঝুলছে?
প্রশাসন কেন ওদের দলে?
ভাইয়েরা কেন অস্ত্রের মুখে?
জবাব চাই, জবাব চাই!
ওহে স্বৈরাচার, প্রতি বিন্দু রক্তের হিসাব চাই!