যে প্রেম অন্ধ;
দেখেও দেখে না,
বন্ধ চোখের দৃষ্টির মতো
আঁধারে বিলীন হয়ে যায়,
তারে তুমি প্রেম বলো?

যে প্রেম বাঁধা পড়ে
খুঁজে চলে মুক্তির পথ,
সুতো অতি নড়বড়ে
তারে তুমি প্রেম বলো?

যে প্রেম বাঁধন ছিঁড়ে পালাতে চায়,
ছটফট করে মুক্তির আশায়,
বিশ্বাস নেই ভালোবাসায়
তারে তুমি প্রেম বলো?

যে প্রেম হাসতে জানে না,
হাসাতে জানে না তোমায়,
রোজ নিয়ম করে কাঁদায়
তারে তুমি প্রেম বলো?

তবে তুমি প্রেমের সংজ্ঞাটাই বুঝলে না।
তুমি প্রেম খুঁজে ফেরো,
তুমি হাসতে ভুলে যাও,
এ যে প্রেম নয়।

যে প্রেম তোমারে হাসায়,
তারেই প্রেম কয়।
যে প্রেম তোমায় অভিমানে কাঁদায়,
তারেই প্রেম কয়।

যে প্রেম বেঁধে রাখা নয়
তবু অদৃশ্য সুতোয় বাঁধা,
তারেই প্রেম কয়।

তুমি প্রেম না চিনেও
প্রেম খুঁজলে!
খুঁজে ফিরলে,
অথচ প্রেম পেলে না—
আসলে তুমি প্রেমই চিনলে না।