কথা ছিল,
আবারও দেখা হবে।
চোখে চোখ রেখে
নিঃশব্দে কথা হবে।

কথা ছিল,
ঐ মন মাতানো হাসিটা
আবারও পাবো দেখতে।
ঐ শ্যামল মুখশ্রীতে
শুধু আমারই আধিপত্য থাকবে।

কথা ছিল,
বিভীষিকাময় খাঁখাঁ মরুর বুকে
আবারও বর্ষণ হবে,
বহুদিনের অপেক্ষার অবসান ঘটবে।
কথা ছিল,
তাহার চাহনিতে
আমার দু-নয়ন জুড়াবে।

কথা ছিল,
জোছনার চাদর মুড়ি দিয়ে
হাঁটব দুজনায়।
কথা ছিল
হারিয়ে যাব অজানায়।

এত এত কথা ছিল
তবে রাখা হলো না একটাও।
আমাকে ছাড়া যদি ভালো থাকতে চাও,
তবে মুক্তি দিয়ে দিলাম।
যাও! চলে যাও।