আমি চেয়েছিলাম সূর্য হতে,
প্রতিটি প্রভাতে কিরণ ছড়াতে।
আমি চেয়েছিলাম চন্দ্র হতে,
নিস্তব্ধ রজনির সঙ্গী হতে।

চেয়েছিলাম বাগিচার পুষ্প হতে;
দুলে দুলে বাতাসের ছন্দে
মাতিয়ে রাখতে চেয়েছিলাম অপার আনন্দে।
জোনাইয়ের আলোতে, এক সুমিষ্ট গন্ধে
চেয়েছিলাম কারো হাসির কারণ হতে।

আমি ব্যর্থতায় আছি ঘিরে।
না পেরেছি দিগন্তের ছায়াঘেরা
বনভূমির অপরূপ শোভাময়ী
শিউলি ফুল হতে, কিংবা কৃষ্ণচূড়া।

আমি পারিনি কবি হতে,
কিংবা সুরে সুরে মুগ্ধ করতে
সহস্র মানবের মন।
আমি ভুলে গেছি আমার ‘আমি’ কে,
ভুলে গেছি আমার দেখা যত স্বপন।

আমি ব্যর্থ।
শুধালাম নিজেকে,“কে তুমি?”
ব্যর্থ চিত্তে ছলছল নয়নযুগল বিদ্রুপ করল,
“তুমি ব্যর্থ রমনী।”