অভিমানে সিক্ত হয়ে যখন
অক্ষিযুগল অশ্রু ঝরাবে,
তখন মুড়িয়ে নেবে তোমার ভালোবাসায়?
নাকি একরাশ বিরক্তি নিয়ে
এড়িয়ে যাবে বড্ড হেলায়?
যদি একমুঠো স্বপ্ন বুকে জমিয়ে
চেয়ে থাকি তোমার পানে,
মিষ্টি হেসে তখন তুমি
নিজের উপস্থিতি জানান দেবে?
নাকি অতিসন্তর্পণে
অপরিচিতের মতো এড়িয়ে যাবে?
যদি লিখতে থাকি তোমায় নিয়ে
তোমার প্রেমে বিভোর হয়ে,
তবে আপন করে নেবে কি আমায়?
নাকি কোনো এক সুন্দরীর হাত ধরে
মেতে থাকবে তার ভালোবাসায়?
যদি তোমায় খুব কাছে পেতে চাই,
যতটা কাছে পেলে
থাকবে না হারিয়ে যাওয়ার ভয়,
ক্ষুদ্র ইচ্ছেটা পূরণ করবে?
নাকি কিশোরী মনের পাগলামি ভেবে
ফিরিয়ে দেবে পুনরায়?
যদি কখনো হারিয়ে যাই
কোনো এক দূর অজানায়,
খুঁজবে কি আমায়?
নাকি মুক্তির আনন্দ মিলবে
তোমার বিষাদে ভরা জীবনটায়?