আমি বাংলার সন্তান, বাংলায় আমার জন্ম
আমি বাঙালি, বাংলার পথে হেঁটেছি আজন্ম।
আমি চাইলাম অধিকার,
ওরা কয়, 'তুমি রাজাকার।'
আমি দাবি আদায়ে নেমেছি মাঠে,
ওরা রক্তের বন্যা বইয়ে
ছক কষছে দমানোর।
আমি বীর বাঙালি,
ভয়ে কাপুরুষের মতো পালিয়ে বেড়ানো
নয়তো আমার স্বভাব—
আমি বুক পেতেছি,
বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে
আমার বুকের ভেতর সব।
ওরা ভেবেছে,
থেমে যাব আমি
কিন্তু ভয় যে আমাকে কাবু করে না
তা বোধহয় ওদের অজানা।
একাত্তরের বাঙালি আমি,
চব্বিশের রাজাকার।
দেশপ্রেম বুকে পুষে
যুদ্ধে নেমেছি আবার।
আমি বাঙালি,
আমার চেতনায় স্বচ্ছ কিছু স্মৃতি;
আমি মুক্তিযুদ্ধের গল্প শুনে
বেড়ে উঠেছি।
আমি একাত্তরের বীর সৈনিক,
তাই শত মায়ের আর্তনাদ শুনে
ঘরে বসে থাকতে পারিনি।
আমি মরেছি, তবু মেরেছি দেশদ্রোহীকে
আমি নিজের জীবন উৎসর্গ করে
বাঁচাতে চেয়েছি দেশকে।