গ্রীস্মের উত্তাপে যখন প্রকৃতি নিস্তব,
বর্ষা নিয়ে আসে বৃষ্টি টিপটপ।
শরত এর কাশফুল প্রকৃতি সাজায়,
হেমন্তের নবান্ন উৎসব মনে বাজনা বাজায়।
শীতের উষ্ণতায় কাঁপি থরথর,
বসন্তে বহে যেন রাঙা ফুলের ঝড়।
ছয় ঋতুর খেলা মোরা
দেখি বার মাস,
মনেতে জাগে ব্যাথা
কখনো বা উল্লাস।