হয়ে বিদ্রোহী আমি বারবার
চাই সমাজের তরে ফিরবার
ভেঙ্গে দুর্নীতিকে চুরমার
করবো সমাজ টাকে সংস্কার।
সকলে এক হয়ে মোরা লড়বো
দেশের লাঙ্গল ধরবো
ন্যায়ের হাল বাইবো
সাম্যের গান গাইবো।
বুনবো নূতন এক ধর্ম
মানবতাই হবে মর্ম
একতার পাল তুলবো
না হয়, প্রলয়ের নাচ নাচবো।
হবে রাজ্যের তরে নীতি
রবে সবার মাঝে প্রীতি
দেশপ্রেম হবে স্থিতি
করে বিবাদ- কলহের ইতি।
সবে ভুগিবে সম অধিকার
ভেদাভেদের করে প্রতিকার
অসহায়ে না দিয়ে ধিৎকার
বলে সমান সবে দেব চিৎকার।
তাই ফিরবো হয়ে আমি বিদ্রোহী
এতে লাগে না হওয়া ভীনগ্রহি
নিজের মন- বিবেকই শক্তি
চাই দেশের প্রতি ভক্তি।