বসে বসে ভাবি
আমি একলা একাকিত্বে,
কেন তুমি ঐ
আকাশের তারা হলে?

কি’বা হতো বলো
আমাকেও সঙ্গে নিলে!
সবার কাছেই তো মা আছে
আমার টাই বা কেন রবে দূর আকাশে।

ফিরে এসো এখনো
আছে অনেক সময়,
ভেবো না মা
মিছেমিছি দেখাচ্ছি ভয়।

সত্যি সত্যি যাবো
চলে বহু দূরে,
চাইলেও তখন আমায়
পাবে না ফিরে।

ও’মা সোনা-
একটু এসে আদর করো
আমার মতো লক্ষ্মী ছেলে
আছে কি কারো?

তবুও তুমি শোনো না
কভু আমার কথা,
মা ছাড়া কেউ
বুঝতে পারে খোকার ব্যাথা।

তাই বলছি গো- মা
দোহায় তোমার এসো ফিরে
নিযুত স্বপ্ন দেখি আমি
তোমায় ঘিরে।