স্বাধীনতা তুমি
আমার জীবনে এক অন্যতম কথা
স্বাধীনতা তুমি
আমার জীবনে ভালবাসা দিয়ে গাঁথা।
স্বাধীনতা তুমি
আমার হৃদয়ে রংধুন দিয়ে আঁকা
স্বাধীনতা তুমি
আমার মনেতে হাজার স্মৃতিতে মাখা।
৭১’ এ পেয়েছি তোমায়
আজ ২০১২
৪১ বছরেও পারিনি দিতে
প্রাপ্য সম্মান ও হায়!
চার দিকে আজ
দূরনীতির ছাঁয়া,
সবার মনেতে
টাকার মায়া।
স্বাধীনতা তোমায় করতে ছোট
হয়না কারও কষ্ট,
তবুও আমি বলছি না এই
দেশটা হয়েছে নষ্ট।
এখনও রয়েছে অনেক সময়
রাখতে তোমার মান
সবকিছু কে ভুলে দেওয়ার
তোমার প্রাপ্য সম্মান।
তোমার জন্যই আজ আমরা
বেঁচে আছি পৃথিবীতে
পারছে না কেও আমাদের অধিকার
খুশিমত কেঁড়ে নিতে।
তাই স্বাধীনতা তোমার
যোগ্য অর্থ তুলবই মোরা গঁড়ে
অন্যায়ের কাছে মাথা নিচু করে
যাবো নাকো দূরে সরে।