মাঝ রাত, নিস্তব্ধ আকাশ
জেগে বসে আমি
এই জানালার পাশে।
তোমার ঐ রূপসা আলো
এই ঝাঁপসা আঁধারে
দেখছি আজ একলা এক নজরে।
আজ মন চায়
ছুঁয়ে দেখতে তোমায়
নীল কপালে পড়া
তোমার ঐ হলদে কুসুম টিপে
আমার এই দুটি ঠোঁট
আলতো করে রাখতে চাই।
আর বলতে চাই আমি
তোমার ছোঁয়ায় শীতল করো গো আমায়
ও মায়াবি বিধু
শান্ত কর আমার হৃদয় সিন্ধু।
তবে হলেও লোকান্তর
স্বার্থক মোর এ জীবন
আত্মার মৃত্যু হবে না তখন
থাকবো হয়ে আমি তোমার স্বপন।